কবিতা

বসন্ত পবন

সাময়িকী: শুক্র ও শনিবার

-মতি গাজ্জালী

সব নষ্টের দখলে; মেনে নিতে কেনো বলো?
ওখানে বিদ্বান বুদ্ধিজীবী আর সুশীলেরও সম্মিলন।
হতে পারো তুমি বিয়োজন।
হতে পারো সংযোজন।
নিজকে দাও যদি বিসর্জন।
এটাও এখন মহা অর্জন।
সময়ের ডাক; সময়ের প্রয়োজন।
চলো মিলে যাই; হোক না আয়োজন।
মৃত হই; না থাক চেতন।
মমী হয়ে থাকি আজীবন।
মুখ ফেরানো বোকামি; বড্ড অপ্রয়োজন।
শুনেছি রতনে চিনে রতন।
জোট হও; পাবে জীবনের স্পন্দন।
নষ্টামিও তত্ত্বে এখন নন্দন।
পাল তোলো; বইছে বসন্ত পবন।

Add Comment

Click here to post a comment

ফেসবুক পেজ

আর্কাইভ

ক্যালেন্ডার

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930