ফেসবুক স্ট্যাটাস

বাঁচার জন্য লড়াই করছেন, করোনা যোদ্ধ তাহমিনা হক তিশা

তাহমিনা হক তিশা

নিজের জীবন বাঁচানোর জন্য সাহয্যের আবেদন সে নিজেই লিখেছে। একটু চোখ বন্ধ করে ভাবলে বিষয়টি কত মর্মান্তিক!

সে লিখেছে, বলতে খারাপ লাগছে তবুও সবাই আমারই কাছের বন্ধু, বড় ছোট ভাই বোন। তাই কোন দ্বিধা না করে বলেই ফেললাম। সবাই নিজেদের জায়গা থেকে যতটুকু পারা যায় একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমি ও আমার পরিবার অনেক উপকৃত হব ও চিরকৃতজ্ঞ থাকবো…. এটুকু পড়তে পড়তেই চোখের পাতা ভিজে যায়।

দুই মাস আগে তার করোনা পজিটিভ ছিল। এখন নেগেটিভ। কিন্তু করোনা পরবর্তী স্টেজে এসে তার ফুসফুসে ইনফেকশন দেখা দিয়েছে। এই অবস্থায় ডাক্তার তাকে জরুরী বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি হতে বলেছে। ডাক্তার, ওষুধ, হাসপাতালের খরচ সবকিছু মিলিয়ে অনেক টাকার দরকার। সে তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বাবা মা দুজনই অসুস্থ। এ অবস্থায় তার সুস্থ হওয়াটা সত্যিই খুব দরকার।

পারলে কিঞ্চিত সাহায্য তাকে করতেই পারি আমরা, সেটুকুও না পারলে মন থেকে দোয়া করি যেন এতো সুন্দর একটা প্রাণ বেঁচে থাকে আমাদের সাথে আরো অনেক অনেক বছর।

তাহমিনা হক তিশা
গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্ট
রাজশাহী বিশ্ববিদ্যালয়
বিকাশ নম্বর: 01704566063

Ayub Al Amin ভাইয়ের ফেসবুক ওয়াল থেকে।

ফেসবুক পেজ

আর্কাইভ

ক্যালেন্ডার

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031