কবিতা

অর্বাচীন হৃদয়

সাময়িকী: শুক্র ও শনিবার

-নাহার ফরিদ খান

সন্মুখে প্রজাপতির মতো বর্ণিল শোভিত সম্ভোগ
অর্বাচীন হৃদয় তবু কাঁদে নিয়ে সফেদ শোক
অলিন্দে ঝোলানো ঝলসানো অপরূপ বাতি
বিষণ্ন দহনে জাগে নিদ্রাহীন গহন তিমির রাতি
ফল ও ফসলের আগমনে মানুষের ক্ষুধা মেটে
ভালবাসা তোলা থাকে যুগল-প্রেমিক ঠোঁটে।

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031