হ্যালো প্রবাস

অস্ট্রেলিয়াতে ঈদ-উল-আজহা উদযাপিত

হ্যালোডেস্ক

ধর্মীয় ভাবগাম্ভীর্য আর বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অস্ট্রেলিয়াতে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। বাংলাদেশী অধ্যুষিত সিডনির ল্যাকেম্বার পেরি পার্ক মাঠে ঈদুল আজহার বড় জামায়াত অনুষ্ঠিত হয়। লাব্বাইক আল্লাহ লাব্বাইক তাকবীরে মুখরিত হয়ে উঠে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে অবস্থিত মসজিদে এবং ঈদের মাঠে। মিষ্টি রোদ-শীতের সকালে সিডনিসহ অস্ট্রেলিয়ার আবহাওয়া ছিলো চমৎকার।

অস্ট্রেলিয়ার প্রায় দশ স্থানের ঈদের নামাজের ইমামতি করেন বাংলাদেশী ইমাম। অস্ট্রেলিয়ার বিভিন্ন মসজিদে প্রবাসী বাংলাদেশী পরিবার বাড়ি থেকে সেমাই, পায়েশ, গোস্ত, রুটি, বিরিয়ানিসহ বিভিন্ন রকমের সুস্বাদু খাবার নিয়ে আসেন এবং ঈদের নামাজের পর সকলের মিলে খাওয়ার উৎসবে মেতে উঠে।

কোগরাহ জুবলি স্টেডিয়াম, রকডেল, ইয়ারনেস স্ট্রেট, দারুল উলুম, ল্যাকেম্বা রেলওয়ে প্যারেডসহ সিডনির বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ার অন্যতম শহর মেলবোর্নের উইন্ডহাম পার্ক, ইঙ্কর ইভেন্ট সেন্টার, আল ইমান কলেজ, মেল্টন কমিউনিটি হল, বাস্কেটবল স্টেডিয়ামসহ বিভিন্ন স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

ঈদের নামাজে স্থানীয় এমপি, কাউন্সিলর, কমিউনিটির সকল স্থরের মানুষ অংশগ্রহণ করেন। বিশ্বের সকলের জন্য মোনাজাত করা হয়। ঈদের নামাজ শেষে প্রবাসী বাংলাদেশীরা বিভিন্ন ফার্মে যেয়ে কুরবানি সম্পূর্ণ করেন।

তথ্য: বিডি প্রতিদিন

আমাদের সাখে সংযুক্ত থাকতে লাইক বাটন ক্লিক করুন।

আর্কাইভ

ক্যালেন্ডার

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031