সাহিত্য

প্রখ্যাত লেখক রাবেয়া খাতুন-এর ‘ফ্রীডমস ফ্লেমস’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

হ্যালোডেস্ক

২৮ ডিসেম্বর ২০২৪


প্রখ্যাত লেখক রাবেয়া খাতুন-এর জন্মদিন ২৭ ডিসেম্বর। লেখকের জন্মদিন উপলক্ষে প্রকাশিত হলো ‘ফ্রীডমস ফ্লেমস’ অনুবাদ গ্রন্থ।

রাবেয়া খাতুন এর ৪টি মুক্তিযুদ্ধের গল্প অনুবাদ করেছেন কবি ইরাজ আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-এর চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, কেকা ফেরদৌসী, লেখক-অনুবাদক মোজাফফর হোসেন, বইটির অনুবাদক ইরাজ আহমেদ, প্রকাশক ও অন্যপ্রকাশ এর নির্বাহী মাজহারুল ইসলাম, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, আবদুল্লাহ নাসের, কবি আসলাম সানী, অভিনেত্রী আফসানা মিমি সহ লেখক প্রকাশকগণ।

রাবেয়া খাতুন স্মরণে বক্তারা বলেন, রাবেয়া খাতুনের লেখা বেশি বেশি অনুবাদ করতে হবে। ছড়িয়ে দিতে হবে আন্তর্জাতিক মন্ডলে।

আর্কাইভ

ক্যালেন্ডার

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031