রকমারি

মোবাইল অ্যাপে থাকছে সিসিমপুর

সিসিমপুর বন্ধুরা

হ্যালোডেস্ক

জনপ্রিয় টেলিভিশন সিরিজ সিসিমপুর এবার শিশুদের জন্য নিয়ে এলো অ্যাপ। আগামীকাল ১৫ ডিসেম্বর থেকে এটি সবার জন্য উন্মুক্ত হচ্ছে।

সিসিমপুর কর্তৃপক্ষ জানায়, শিশুদের জন্য অ্যাপটি হবে সিসিমপুরে যুক্ত হওয়ার নতুন মাধ্যম। এতে তারা দারুণ সব ভিডিও দেখা, গল্প পড়া ও ছবি আঁকতে পারবে। পাশাপাশি খেলতে পারবে মজার সব খেলা। আরও মজার বিষয় হলো, এগুলোর প্রায় সবটাতেই থাকবে হালুম, টুকটুকি, শিকু, ইকরিসহ সিসিমপুরের সব বন্ধুরা।

সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ জানায়, এই ই-লার্নিং প্ল্যাটফর্মটি মোবাইলের গুগল প্লে স্টোর থেকে নিতে হবে। ‘সিসিমপুর’ লিখে সার্চ দিলেই এটি পাওয়া যাবে।

উল্লেখ্য, সিসিমপুর বিশ্বখ্যাত আমেরিকান টেলিভিশন অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’র বাংলাদেশি সংস্করণ। শিশুদের ভাষা, সাক্ষরতা, গণিত, সামাজিক, মানসিক ও মানবিক দক্ষতা বিকাশের জন্য সিসেমি স্ট্রিট কাজ করছে পৃথিবীব্যাপী দেড় শতাধিক দেশে। প্রাক প্রাথমিক শিশু বিকাশ কার্যক্রমের আওতায় ‘সর্বত্র শিশুরা হয়ে উঠুক আরও সম্পন্ন, আরও সবল এবং আরও সদয়’-এই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ।

বাংলাদেশে সিসিমপুরের যাত্রা, নির্মাণ ও সম্প্রচার সম্ভব হচ্ছে ইউএসএআইডি’র সহায়তায়।

আর্কাইভ

ক্যালেন্ডার

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031