তরঙ্গটুডে

লক্ষাধিক মানুষের পাশে দাঁড়ালেন শাহরুখের স্ত্রী

বলিউড

হ্যালোডেস্ক

করোনা সংকটে দু’হাতে দান করছেন শাহরুখ খান- এ খবর আগেই শোনা গেছে। এবার বলিউড বাদশার স্ত্রী গৌরী খানও প্রায় ১ লক্ষ অসহায় মানুষের খাবারের দায়িত্ব নিয়েছেন। জের ইনস্টাগ্রামে সেই হিসাব দিয়েছেন গৌরী নিজেই।

তিনি ভারতের পিম্পড়ি, করমালা চউল, গোরেগাঁও, হনুমান নগর, ভিমনগর, সান্তাক্রুজ, ইন্দিরানর, গোভান্দি-সহ একাধিক এলাকার অসহায় মানুষদের কাছে খাবার পৌঁছে দেবেন।

এর আগে, মহামারী করোনার প্রথম দিকে শাহরুখ শুরুর দিকে চুপ থাকলেও পরে সবাইকে ছাপিয়ে সহযোগিতার হাত বাড়ান। তিনি করোনা মোকাবিলায় বিপুল সাহায্য দান করেছেন। তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

ভারতের মানুষের কাছে শাহরুখ খান এক ভালোবাসার নাম। নিজের চারতলা অফিস ও বাড়ি করোনার চিকিৎসা সেন্টার হিসেবেও ব্যবহার করতে দিয়েছেন শাহরুখ। পাশাপাশি চিকিৎসক এবং চিকিৎসাকর্মীদের পাশে দাঁড়াতে বিএমসিকে ২৫ হাজার পিপিই-সহ কিটও দান করেছেন।

 

আর্কাইভ

ক্যালেন্ডার

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031