তরঙ্গটুডে

ক্যারিয়ারের ৩৭তম বিজ্ঞাপনে আমান রেজা

হ্যালোডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের নায়ক আমান রেজা। চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করছেন তিনি। এবার ক্যারিয়ারের ৩৭তম বিজ্ঞাপনে কাজ করলেন এই অভিনেতা। হাসান তৌফিক অঙ্কুরের নির্দেশনায় সিঙ্গারের একটি পণ্যের মডেল হয়েছেন তিনি। তার সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে ছোট পর্দার অভিনেত্রী আজমেরি আশাকে।

আমান রেজা বাংলাদেশ প্রতিদিনকে জানান, গত ২৮ জানুয়ারি বিজ্ঞাপনটির শুট হয়েছে। চলতি বছরে এটাই আমার প্রথম বিজ্ঞাপন।
জানা গেছে, বর্তমানে পরিচালক মিনহাজ কিবরিয়ার পরিচালনায় ‘বিফোর আই ডাই’ নামের একটি ছবিতে কাজ করছেন এই অভিনেতা। এছাড়া আসন্ন মার্চে নাম ঠিক না হওয়া আরও একটি নতুন ছবির কাজ শুরু করবেন তিনি।

উল্লেখ্য, আমান রেজা পরিশীলিত অভিনয়ের জন্য নন্দিত। বিজ্ঞাপনেও এই চিত্রতারকা বেশ পরিচিত, গেল বছরে ১৪টি বিজ্ঞাপন করেছেন তিনি। টিভি পর্দায় তাকে নিত্যই দেখা যায়। শুধু বাংলাদেশের টেলিভিশনের জন্যই যে কাজ করেছেন তা নয়। করেছেন ভারতের টেলিভিশন বিজ্ঞাপনে এমনকি ব্রিটেনেরও একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন আমান।

আর্কাইভ

ক্যালেন্ডার

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031