তরঙ্গটুডে

‘ছেলেধরা’র সাথে যুক্ত হয়েছেন জয়া আহসান

জয়া আহসান

হ্যালোডেস্ক

ছয় মাস ধরে ঢাকায় আটকে আছেন দুই বাংলার শীর্ষ নায়িকা জয়া আহসান। সময়টা ঘরবন্দি হলেও জয়াকে নিয়ে টলিউডের দরজা-জানালা বন্ধ হয়নি।

সেই সূত্রে শুক্রবার (৪ সেপ্টেম্বর) কলকাতা থেকে ভেসে এলো নতুন ছবির সুবাস। জয়াকে নিয়ে নতুন ছবি নির্মাণের ঘোষণা দিলেন টলিউডের ‘সোয়েটার’ ও ‘হৃদপিণ্ড’-খ্যাত শিলাদিত্য মৌলিক। ‘ছেলেধরা’ নামের এই ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে।

এই মাসেও ঢাকা টু কলকাতার আকাশপথ চালু না হলে, অক্টোবরের প্রথম দিকে তিনি সড়ক পথে পৌঁছাবেন। ফের শুরু করবেন কলকাতা মিশন, যুক্ত হবেন ‘ছেলেধরা’ ইউনিটে।

ছবিটিতে নিজের চরিত্র ও গল্পের প্রেক্ষাপট প্রসঙ্গে জয়া বললেন, ‘ছিনতাই হয়ে যাওয়া বাচ্চাকে উদ্ধারের জন্য একজন মায়ের সংগ্রাম দেখা যাবে এখানে। সন্তানকে উদ্ধার করতে গিয়ে নতুন করে নিজেকে আবিষ্কার করেন মা। আমার চরিত্রটি এমনই।’

‘ছেলেধরা’তে আরও থাকবেন কলকাতার অনুরাধা মুখোপাধ্যায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, ঈশান মজুমদাররা প্রমুখ।

পরিচালক শিলাদিত্য মৌলিক ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘এখানে যে শুধু অপহরণ আর অপরাধের কাহিনি উঠে আসবে, এমনটা নয়। অপহরণের মধ্য দিয়ে কিছু মানুষের জীবন কীভাবে আবর্তিত হবে, তাদের ব্যক্তিগত দুর্বলতার কথা তারা কীভাবে বুঝতে পারবেন, সেগুলো এই ছবিতে দেখানো হবে।’

আর্কাইভ

ক্যালেন্ডার

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031