হ্যালো প্রবাস

দুই ব্রিটিশ বাংলাদেশি নারীকে রানীর খেতাব

পারভীন হাসান ও নাদিয়া হোসাইন

হ্যালোডেস্ক

নববর্ষ ২০২০ উপলক্ষে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের সম্মাননা তালিকায় দুই ব্রিটিশ বাঙালি নারী স্থান পেয়েছেন। তারা হলেন কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের ভাইস চেয়ার পারভীন হাসান এবং ২০১৫ সালের ব্রিটিশ বেইক অব চ্যাম্পিয়ন নাদিয়া হোসাইন। ব্রডকাস্টিং এবং রন্ধনশিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নাদিয়া হোসাইনকে এমবিই খেতাব প্রদান করা হয়েছে।

কমিউনিটি সার্ভিস এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিসে সমতা নিশ্চিতকরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এমবিই খেতাবে ভূষিত হয়েছেন পারভীন হাসান।

এবার ১ হাজার ৯৭ জনকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ৭২ শতাংশই পান কমিউনিটি সেবার স্বীকৃতি। সম্মাননা প্রাপ্তদের মধ্যে ৫৫৬ জনই নারী।

আর্কাইভ

ক্যালেন্ডার

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031