তরঙ্গটুডে

মাহমুদ রবির কথায় এবার ‘ছলনার সাথে ভাব’ করলেন অপু

হ্যালোডেস্ক

০৩ সেপ্টেম্বর ২০২১


অপু আমান বাংলা সঙ্গীতের এক উদিয়মান সংগীতশিল্পী। মান্না দের গান গেয়ে ইতোমধ্যে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এ প্রজন্মের সংগীতশিল্পী অপু আমান। বিভিন্ন অনুষ্ঠানে দর্শকদের বিশেষ অনুরোধে মান্না দে ও সুবীর নন্দীর গান গেয়ে সাড়া ফেলেছেন তিনি। পার্থ বড়ুয়ার সংঙ্গীত আয়োজনে সেলন মিউজিকে মান্না দের বেশ কয়েকটি গান গেয়ে সংগীত অঙ্গনে নতুন রুপে নাম লিখিয়েছেন এই প্রতিভাবান তরুন শিল্পী।

সম্প্রতি মিলন মাহমুদ রবির কথায় আশরাফ বাবুর সুর ও সংগীতে অপু আমান গাইলেন ‘ছলনার সাথে ভাব করে’ শিরোনামের একটি গান।

অপু বলেন, “একটা ভিন্ন রকম বিরহ প্রেমের গান গেয়েছি। গানের কথায় আধুনিকতার ছোঁয়া পুরাটাই। কম্পোজিশন ও ভালো লেগেছে। গানটি শ্রোতাদের অবশ্যই মন কাড়বে। সবার মুখে মুখে থাকবে বলে আশা করছি। এর বড় একটা কারণ, গানটিতে সুর ও সংঙ্গীতায়োজন করেছেন অডিও অঙ্গনের যুবরাজ সবার প্রিয় গীতিকার ও সুরকার আশরাফ বাবু ভাই। এখনও শ্রোতাদের মুখে মুখে বাবু ভাইয়ের অসংখ্য গান শোনা যায়।’ ’

মাহমুদ রবি বলেন, আমার লেখা কয়েকটি গানের কাম্পোজিশন করছেন বাবু ভাই। এর মধ্যে ‘ছলনার সাথে ভাব করে’ গানটি আগে তৈরি করেছেন। রবি আরো জানান, বর্তমান সময়ের সাথে মিল রেখে গানটির কম্পোজিশন হয়েছে। সময়ের সাথে শ্রোতাদের রুচির মিশ্রণ ঘটানো হয়েছে। আশা করি গানটি অবশ্যই সবার ভালো লাগবে। শ্রোতাদের ভালোবাসা পেলে আরো অনেক গান উপহার দিতে চেষ্টা করবেন বলে জানান গানটির গীতিকার।

গানটির কথাগুলো ভালো। প্রেমিকাকে উদ্দেশ্য করে লেখা। গানটি শুনে দর্শকদের ভালো লাগবে বলে জানান, গীতিকার ও সুরকার আশরাফ বাবু। তিনি বলেন, এ গানের মধ্য দিয়ে মাহমুদ রবির শুভ সূচনা হোক।

গানটির মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন আল মাসুম সবুজ, ভিডিও সম্পাদনায় ইসমাইল ইমন। মডেল হয়েছেন লাবণ্য নিধি। খুব শিগগিরই ইউটিউব ভিত্তিক চ্যানেল ‘নগর টিভি’তে গানটি দেখতে পাবেন শ্রোতারা।

আর্কাইভ

ক্যালেন্ডার

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031