তরঙ্গটুডে

শ্রমজীবী দম্পতির আবেগ-অনুভূতি নিয়ে হানিফ সংকেতের ‘পাঁচফোড়ন’

অনুষ্ঠান সঞ্চাভিনয়ে সাঈদ বাবু ও সারিকা

হ্যালোডেস্ক।।  হানিফ সংকেতের নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মতো এবারও নির্মাণ করেছে ভালোবাসার বিশেষ অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’।

এই করোনাকালীন ভালোবাসা দিবসে একজোড়া শ্রমজীবী নব দম্পতির আবেগ-অনুভূতি নিয়ে সাজানো হয়েছে এবারের আয়োজন। একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকুরী করে এই দম্পতি। সেখানে দু’জনের মধ্যে প্রেম আর প্রেম থেকে বিয়ে হয়। বিয়ের পর এটাই তাদের জীবনের প্রথম ভালোবাসা দিবস। দিবসটি সম্পর্কে অভিজ্ঞতা নিতে দু’জনই ছুটি নিয়ে ঘুরতে বেরিয়েছে। আর ঘুরতে গিয়েই ঘটতে থাকে বিভিন্ন ঘটনা।

এইসব ঘটনার ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমেই আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর চমৎকার সব প্রতিবেদন। এবারের আয়োজনে নব দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন অভিনয়শিল্পী সাঈদ বাবু ও সারিকা। এবারের পর্বে গান রয়েছে ৩টি। গেয়েছেন পলাশ, দূরবীন ব্যান্ড এবং প্রতীক হাসান ও ঐশী।

নানারকম দেশি ফুলের প্রধান উৎস হলো যশোরের গদখালীর পানিসারা গ্রাম এবং সাভারের বিরুলিয়া গ্রাম। এবারের অনুষ্ঠানে রয়েছে এই দুটি গ্রামের ওপর বিশেষ প্রতিবেদন। সম্রাট শাহজাহানের অমর কীর্তি তাজমহল আর তার প্রেমের গল্প নিয়ে রয়েছে আরও একটি ভিন্নধর্মী প্রতিবেদন।


গানের একটি দৃশ্যে প্রতীক ও ঐশী

শিয়াল একটি বন্য প্রাণী, তবে এবারের ‘পাঁচফোড়ন’-এ এমন একটি শিয়ালকে দেখানো হবে যেটি ঝোপ-জঙ্গলে, আড়ালে বা গর্তেও নয়, বাস করে লোকালয়ে মানুষের সঙ্গে। নিশাচর হলেও তাকে দেখা যাবে দিনের আলোতে লোকালয়ে ঘুরে বেড়াতে।

এছাড়াও থাকছে নানা মজার নাট্যাংশ। এগুলোতে অভিনয় করেছেন- সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, কামাল বায়েজিদ, মামুনুল হক টুটু, আমিন আজাদ, জাহিদ শিকদার, শাহেদ আলী, সাবরিনা নিসা, সাজ্জাদ সাজু, রেহান অবিদ, ইমিলা, ফাহিম, নাফা, সেঁজুতিসহ অনেকে।

অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে ১৪ ফেব্রুয়ারি রাত ১০টা ৪০ মিনিটে। পরিবেশিত হবে কেয়া কস্মেটিকস্ লিমিটেডের সৌজন্যে।

আর্কাইভ

ক্যালেন্ডার

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031