তরঙ্গটুডে

‘স্টুপিড লাভ’ এ গানে নতুন চমক দেখালেন লেডি গাগা

হ্যালোডেস্ক

লেডি গাগা একজন মার্কিন সংগীতশিল্পী। অস্কারজয়ী এই মার্কিন শিল্পী এবার ভবিষ্যতের কোনো এক নিষ্প্রাণ পৃথিবীর দৃশ্যে আবহে অবুঝ ভালোবাসার নতুন গান নিয়ে হাজির হলেন।

শুক্রবার লেডি গাগা তার নতুন একক গানের মিউজিক ভিডিও প্রকাশ করেন ইউটিউবে। ভিডিওতে দেখা যায়, ভবিষ্যতের প্রাণহীন প্রান্তরে নিষ্ঠুর পৃথিবীতে তার প্রেমের কথা সুরে-নাচে-ছন্দে প্রকাশ করেন শিল্পী।

গত বছর থেকে শোনা যাচ্ছিল, গাগার ষষ্ঠ স্টুডিও অ্যালবামের নাম হতে যাচ্ছে ‘এলজি৬’। তবে এখন আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, তার নতুন অ্যালবামের শিরোনাম হবে ‘ক্রোমাটিকা’।

২০১৬ সালে লেডি গাগার সর্বশেষ অ্যালবাম প্রকাশিত হয়েছেল। এরপর ২০১৭ সালে সুপার বোলে গান করেন তিনি। নেটফ্লিক্সের ডকুমেন্টারি ‘গাগা: ফাইভ ফুট টু’তে দেখা দেন তিনি।

২০১৯ সালে ‘অ্যা স্টার ইজ বর্ন’ সাউন্ডট্র্যাকের ‘শ্যালো’ গানের জন্য অস্কার পুরস্কার জয় করেন গাগা। ‘শ্যালো’ গানটির জন্য তিনি বাফটা, গোল্ডেন গ্লোব এবং গ্র্যামি অ্যাওয়ার্ড লাভ করেন।

আর্কাইভ

ক্যালেন্ডার

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031