আজকের দেশ

১৬তম জাতীয় রেঞ্জার পরিষদ অধিবেশন ও নির্বাচন অনুষ্ঠিত

হ্যালোডেস্ক

0৯ আগস্ট ২০২২


বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের “জাতীয় রেঞ্জার কাউন্সিল”-এর উদ্যোগে ৫ থেকে ৮ আগস্ট ১৬তম জাতীয় রেঞ্জার পরিষদ অধিবেশন ও নির্বাচন রাজধানীর নিউ বেইলী রোড গাইড হাউজের জাতীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা করেন, প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম), প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাবিনা ফেরদৌস ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন), সাহেদা হোসেন চৌধুরী প্রশিক্ষণ কমিশনার, নুরজাহান আরা বেগম গাইড কমিশনার, রীতা জেসমিন রেঞ্জার কমিশনারসহ ৫ সদস্যের একটি কমিটি নির্বাচনটি পরিচালনা করেন।

অধিবেশনের দ্বিতীয় দিনে জাতীয় রেঞ্জার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে নির্বাচিত হন তাহমিনা বিনতে সিরাজ, সেক্রেটারি পদে নির্বাচিত হন ফারিহা ওয়াহিদ ও কোষাধ্যক্ষ পদে রূপা আক্তার। গার্ল গাইডের ১০টি অঞ্চল হতে ২০ জন রেঞ্জার সদস্য পদে নির্বাচিত হন। ২৩ জন সদস্য নিয়ে গঠিত জাতীয় রেঞ্জার কাউন্সিল ২০২৪ সালের জুন মাস পর্যন্ত তারা সারা দেশে তাদের কার্যক্রম পরিচালনা করবেন।

নব নির্বাচিত জাতীয় রেঞ্জার কাউন্সিলকে শপথ বাক্য পাঠ করান গার্ল গাইডর্স এসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম। পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে কেক কেটে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে ৬ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মশিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন জাতীয় কমিশনার ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম। আরো বক্তব্য রাখেন সাবিনা ফেরদৌস ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন) সহ অনেকে।

১৬তম জাতীয় রেঞ্জার কাউন্সিল অধিবেশন ও নির্বাচন এবং কর্মশালায় গার্ল গাইডের সকল অঞ্চল হতে রেঞ্জার গাইডার, রেঞ্জার, কমিশনার ও গাইড সদস্যসহ ৩৫০জন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আর্কাইভ

ক্যালেন্ডার

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031