স্বাস্থ্যসৌন্দর্য

ওষুধ ছাড়াই যেভাবে দূর করা সম্ভব পিরিয়ডের ব্যথা?

ছবি: প্রতীকী

সাধারণত একজন নারীর জীবনে ঋতুস্রাব শুরু হওয়ার পর থেকে অনেক নারীরই পেটে ব্যাথা হয়ে থাকে। অনেকে পেটের ব্যথা থেকে মুক্তি পেতে পেইন কিলার খেয়ে থাকেন, যা শরীরের জন্য খুবই ক্ষতিকর। সবচেয়ে ভালো হয় ওষুধ না খেয়েই ব্যথা দূর করতে পারলে। আর সেজন্য আছে ঘরোয়া কিছু উপায়। চলুন জেনে নেই কী সেই উপায়, যা করলে ব্যথা উপশম হবে-

ভিটামিন ডি ও বি:

এই সময়ে শরীরে ভিটামিন ডি-র জোগান দিতে হবে বেশি করে। এতে হাড় ও পেশী ব্যথার সঙ্গে লড়তে পারবে। এছাড়া ভিটামিন বি সমৃদ্ধ খাবার খাওয়া উত্তম।

আদা:

আদার অনেক গুণের কথাই তো জানেন। এটা কি জানেন যে পিরিয়ডের সময়ে মারাত্মক পেটে ব্যথা থেকে উপশম দিতে পারে এই মশলা? জ্বর বা মাথাব্যথা হলেও অনেকে আদা চা খান। তেমনই পেটে বা কোমরে ব্যথা হলে আদা চা খান। অথবা রান্নায় আদা বেশি পরিমাণ দিন।

আনারস:

অনেকে মনে করেন, পিরিয়ডের সময় আনারস খাওয়া যাবে না। আসলে এটি ঠিক নয়। বরং এই সময়ে আনারস বা আনারসের জুস খান। ব্যথা দূর করতে এর জুড়ি মেলা ভার।

যোগব্যয়াম:

হরমোনের ওঠানামার জন্যই এই সময়ে পেটে ব্যথা হয়। তাই হরমোন ঠিক করতে রোজ আধ ঘণ্টা করে অন্তত যোগব্যয়াম করুন। এতে পেশী শক্তিশালী হয় ও হরমোন জনিত সমস্যাও কমে যায়। ফলে পিরিয়ডের সময়ে অত কষ্ট হয় না।

চকোলেট:

ঋতুস্রাবের সময়ে মেজাজও ভালো থাকে না। অবসাদ, ক্লান্তি এগুলোর জন্য আরও অসুস্থ লাগে। মেজাজ ভালো রাখতে তাই আইসক্রিম, চকোলেট খেতে পারেন।

এড়িয়ে চলতে হবে

পিরিয়ডের সময় বেশি তেল-মশলা জাতীয় খাবার, ফাস্টফুড ইত্যাদি এড়িয়ে চলা শ্রেয়।

আর্কাইভ

ক্যালেন্ডার

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031