তরঙ্গটুডে

বিজয়ী এমপি হিসেবে শপথ নিলেন কলকাতার দুই নায়িকা

সদ্য নির্বাচিত দুই তারকা এমপি

টলিউড

হ্যালোডেস্ক:

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন টলিউডের জনপ্রিয় দুই নায়িকা মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। সদ্য শেষ হওয়া ভারতের জাতীয় নির্বাচনে বিজয়ী এমপি হিসেবে মঙ্গলবার (২৫ জুন) লোকসভায় অংশ নেন তারা।

নায়িকারা বাংলায় শপথবাক্য পাঠ করেন। এবং দুজনেই শেষটা করেছেন ‘জয় বাংলা’ বলে!
শপথগ্রহণের পর মিমি চক্রবর্তী বলেন, ‘সকলকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়ে এক নতুন অধ্যায় শুরু করলাম। আশা করি, আগামী দিনেও এভাবেই আমার পাশে থাকবেন সবাই।’

এদিকে সদ্যবিবাহিত সাংসদ নুসরাত শপথ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিয়ের পর চূড়া, সিঁদুর পরে। হাতের মেহেদিও গাঢ় ছিল তখন। আর মিমির পরনে ছিল সাদা কামিজ।

গত ১৮ জুন তৃণমূলের বাকি নির্বাচিত ২০ জন সদস্য শপথ নিলেও উপস্থিত ছিলেন না মিমি-নুসরাত। তাই মঙ্গলবার শপথ নিলেন যাদবপুর ও বসিরহাটের এই দুই তারকা সাংসদ।

তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানের নাম আসার পর থেকেই বিতর্কে পড়েন তারা। কখনও বলার ভঙ্গি তো কখনও পোশাক, বারবার ট্রল হয়েছেন নায়িকাদ্বয়।

সেই সঙ্গে আরও একটা প্রশ্ন তেড়ে এসেছিল তাদের প্রতি—পার্লামেন্টে দেখা মিলবে তো এই দুই বন্ধুর?
অবশেষে সেই দেখা মিললো গতকাল, মঙ্গলবার।

সূত্র: ইন্টারনেট

আর্কাইভ

ক্যালেন্ডার

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031