স্বাস্থ্যসৌন্দর্য

‘সৌন্দর্য কথা’ অনুষ্ঠানে অভিনেত্রী তানহা তাসনিয়া

হ্যালোডেস্ক

বাংলাভিশনের রুপচর্চ্চা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ‘সৌন্দর্য কথা’র এ পর্বে অতিথি হিসেবে থাকছেন চলচ্চিত্র অভিনেত্রী তানহা তাসনিয়া ইসলাম। অভিনেত্রীর সাথে গল্প ও আড্ডায় কথা হবে স্বাস্থ্য সৌন্দর্য, রুপচর্চ্চার দিকে বাড়তি নজর নিয়ে।

প্রতি পর্বের মতো এ পর্বেও থাকছে, দৈনন্দিন ফ্যাশন, স্বাস্থ্য সৌন্দর্য ও রুপ মাধুর্য নিয়ে পরামর্শ। এছাড়া একজন এক্সপার্টের মাধ্যমে থাকছে সৌন্দর্য বিষয়ক তথ্য। অনুষ্ঠানে ফ্যাশন ফোকাসে থাকছে ঈদকে কেন্দ্র করে মার্কেটগুলোতে পারফিউম কালেকশন কেমন থাকছে।

অনুষ্ঠানে ঘরোয়া টিপস:

যাদের ত্বক নমনীয় তাদের জন্য ঘরোয়া টিপস, শুষ্ক ত্বকের যত্নে কাঁচা হলুদ অত্যন্ত কার্যকারী, শুষ্ক ত্বক উজ্জ্বল ও সতেজ করতে কাঁচা হলুদ, অলিভ অয়েল, লেবুর রস, ডিমের সাদা অংশ, গোলাপজল একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে রাখতে পারেন। এতে ত্বক উজ্জল ও সতেজ থাকবে। এছাড়া ত্বকের যত্নে ১ টেবিল-চামচ তরমুজের রস ও ১ টেবিল-চামচ দই একসঙ্গে মিশিয়ে নিন তারপর প্যাকটি মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রাখুন। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন, এতে ত্বকে ভালো উপকার পাওয়া যাবে।

অভিনেত্রী তানহা তাসনিয়া

জানতে চাওয়া-
কেমন পোশাক পছন্দ?
কেমন শাড়ি পছন্দ?
শ্যূটিং এ নিজের ফ্যাশন ভাবনা অনুযায়ী কি পোশাক পরা হয়?
কার্লি হেয়ার কিভাবে মেইনটেইন করা হয়?
কেনাকাটা কি নিজে করা হয়?
নিজেই ডিজাইন অনুযায়ী কী পোশাক বানাতে দেওয়া হয়?
কোন রঙ পছন্দ?
কোন জিনিসের প্রতি বেশি ফেসিনেশন আছে?
এছাড়া কোন জিনিস সংগ্রহ করতে বেশি পছন্দ?

অনুষ্ঠানের বিশেষ অংশে দেখা যাবে একজন বিউটি এক্সপার্টের বিউটিফিকেশন নিয়ে দর্শকদের জন্য বিভিন্ন পরামর্শ।

উপস্থাপনায়, নোভা

রেহানা রাহার প্রযোজনায় ও নোভার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার হবে বৃহস্পতিবার রাত ৯টা ০৫ মিনিটে।

আর্কাইভ

ক্যালেন্ডার

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031