স্বাস্থ্যসৌন্দর্য

নারীর শোভা চুলেই

-ফারজানা রহমান তাজিন

শুরু হয়ে গেলো শরৎ আর তার সাথে পাল্লা দিয়ে শুরু হয় চুল পরা। বর্ষা কালের ধাক্কা সামাল দিয়ে আবারো শরৎ এঁর হাতছানি তবে এ কথা মানতেই হবে সব ঋতু তেই চুলের সঠিক কেয়ার নেয়ার কোন বিকল্প নেই। সব নারীর স্বাস্থ্যউজ্জ্বল ঝলমলে রেশমি চুলের প্রতি আকর্ষণ থাকে। কিন্তু অতিরিক্ত কেমিক্যাল, আবহাওয়া এবং সঠিক যত্নের অভাবে চুলের অবস্থা দিনকে দিন খারাপই হতে থাকে। এর ফলে চুল পড়ে যাওয়া, চুলে রুক্ষতা চলে আসা, আগা ফাটার সমস্যা যেন লেগেই থাকে। যার কারণে বেশীরভাগ নারীর কাছে স্বাস্থ্যউজ্জ্বল ঝলমলে চুল পাওয়ার স্বপ্নটা আসলে স্বপ্নই থেকে যায়। তবে সঠিক কেয়ার আপনাকে দিতে পারে অনেকটাই মুক্তি এবং সেই সাথে মানতে হবে নিয়ম মাফিক রুটিন।

আসুন তবে জেনে নিই ঘরোয়া টিপস:

উপকরণ :
* ২০০ মিলি নারিকেল তেল বা অলিভ ওয়েল
* ১ টেবিল চামুচ কালিজিরা
* ১ টেবিলে চামুচ মেথি
* ১ কাপ পেঁয়াজ কুঁচি

প্রস্তুত প্রণালী:
সবগুলো উপকরণ একসাথে নিয়ে চুলায় মৃদু আগুনে আছে ৩০মিনিট জাল দিতে হবে। যে সময় পেঁয়াজ এর রঙ বাদামি হয়ে আসবে তখনো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নিয়ে সপ্তাহে ৩/৪ দিন চুলে লাগাতে হবে। আর এভাবেই কয়েক সপ্তাহে পরে পেয়ে যাবেন আপনার সপ্নের মতো ঝলমলে ঝরঝরে চুল।

আর্কাইভ

ক্যালেন্ডার

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031