তরঙ্গটুডে

বর্ষবরণে ঘরে বসেই ১৬ শিল্পীর কণ্ঠে ‘আনন্দলোকে মঙ্গলালোকে’

হ্যালোডেস্ক

কভিড-১৯ করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে পহেলা বৈশাখের সব অনুষ্ঠান বন্ধ। এবার রমনার বটমূলে কোনো অনুষ্ঠান করা হয়নি। এমন কঠিন সময়ে ঘরে বসেই শিল্পীরা কণ্ঠে তুলে নিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আনন্দলোকে মঙ্গলালোকে। প্রকাশনা সংস্থা আজব রেকর্ডস’র উদ্যোগে এ সময়ের ১৬ জনপ্রিয় শিল্পী কন্ঠ দিয়েছেন গানটিতে।

এ আয়োজন সম্পর্কে সংগীতশিল্পী শিল্পী জয় শাহরিয়ার বলেন, একটা কঠিন সময়ের মুখোমুখি আমরা, পুরো পৃথিবী। এমন সময়ে এসেছে আমাদের নতুন বছর। তাকে বরণ করে নিতে আমরা সবাই কণ্ঠে তুলে নিলাম রবি ঠাকুরের গান ‘আনন্দলোকে…’। বিধাতা ফিরিয়ে দিক আমাদের ধরণীকে তার চেনা আলো। আর ভালোবাসা এই আয়োজনের সকল শিল্পীদের প্রতি তাদের সহযোগিতার জন্য। ভালো হোক সবার।

গানটিতে কণ্ঠ দিয়েছেন- জয় শাহরিয়ার, কিশোর, সভ্যতা, সাব্বির জামান, রেহান, সাবরিনা রহমান বাঁধন, টুম্পা খান, সাহস মোস্তাফিজ, পূজা, নাউমী, সারনী পোদ্দার, কেতন শেখ, সুহৃদ আর বাপ-ব্যাটা শুভাশিষ-ঋতুরাজ। সাউন্ড ডিজাইন করেছেন ফরহাদ, বেহালা বাজিয়েছেন সেলিম আহমেদ।

গানটি শ্রোতারা আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেল ও জয় শাহরিয়ারের অফিসিয়াল ফেসবুক পেজে দেখতে ও শুনতে পারবেন।

তথ্য: বিডি প্রতিদিন

আর্কাইভ

ক্যালেন্ডার

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031