হ্যালো প্রবাস

প্রবাসীদের পক্ষে সংবাদ প্রকাশ করায় বিপাকে ফ্রান্সের এক সংবাদকর্মী

হ্যালোডেস্ক

গত ১২ এপ্রিল সময় টিভির ফ্রান্স প্রতিনিধি লুৎফর রহমান বাবু সময় টিভিতে করোনা পরিস্থিতিতে ফ্রান্স প্রবাসী বাংলাদেশীর হালচাল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে বলা হয় হোম কোয়ারাইন্টিনে থাকা ফ্রান্স প্রবাসী বাংলাদেশীরা না খেয়ে আছে। প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর থেকে প্রতিবাদের ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে। অনেকেই সময় টিভির প্রতিনিধিকে গাল মন্ধ করে সময় টিভির ফ্রান্স প্রতিনিধিকে প্রত্যাক্ষানের দাবি তুলেন।

তারা বলেন, উপঢৌকনের বিনিময়ে সাংবাদিক হয়েছেন লুৎফর রহমান বাবু যার ফলে নৈতিক সাংবাদিকতার মূল্যবোধ লুৎফর রহমানের নেই। তিনি একজন ভূয়া সাংবাদিক হিসাবে পরিচিত। এছাড়া অর্থ আত্বসাতের অভিযোগও আছে লুৎফরের বিরুদ্ধে। টাকা নিয়ে খবর প্রচার না করার অভিযোগও তুলেছেন কেউ কেউ।

সূধীজনরা বলছেন, ভিজুয়্যাল মিডিয়ায় কাজ করার জন্য উচ্চারন ও বাচন ভঙ্গি শ্রুতিমধুর হওয়া খুবই গুরত্বপূর্ণ কিন্তু লুৎফরের সমস্ত নিউজ আঞ্চলিকতায় ভরপুর এবং বাচনভঙ্গি খুবই হতাশাজনক। অতিদ্রুত সময় টিভি থেকে লুৎফরকে প্রত্যাহারের জোড় দাবি জানান তারা। প্রতিবাদের এক পর্যায়ে সময় টিভি কর্তৃপক্ষ হেড লাইন পরিবর্তন করেছেন।

আর্কাইভ

ক্যালেন্ডার

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031