কবিতা

বড্ড বেশী একা, ইদানীং আমরা!

সাময়িকী: শুক্র ও শনিবার

-শফিকুল বারী শিপন শাহরিয়ার

” হে বিবর্ণ পৃথিবী” হে অদম্য আকাশ;
হে অবিরাম বৃষ্টিপাত,তোমরা শুনতে কি পাও?
আমারই হয়তো সব ভুল–
রূপ বৈচিত্র নিয়ে প্রকৃতি আজ আমার কাছে বড্ড বেশি ফ্যাকাশে —
চিরকাল বন্দী হয়ে যাই আমি
বদ্ধ উন্মাদ প্রলাপের কাছে–
মাতোয়ারায় পাগল করে তোলে
সেই ফুলের কুসুম সুগন্ধ আমাকে–
বেমালুম আমি হেরে যাই স্বার্থপরতার কাছে —
ঐ দিগন্ত বিস্তৃত অবিন্যস্ত সর্পিল
বিষভার বহন করার ক্ষমতা অবশিষ্ট নেই–
এই হেমন্তে কাশফুলে ছেয়ে গেছে
তা তোমার (পৃথিবী) জন্যে–
তোমায় আর আকৃষ্ট
করে না আমাদের মূল্যহীন স্বার্থপরতা —
হারিয়ে যাই বড় চেনা বড় জানা এই লোকারণ্যের ভীড়ে—
অন্ধকারে সমর্পণ করি আমি নিজস্ব সত্ত্বাকে–
কান্নারাই বুকে হাত বুলিয়ে দেয়
ভাল থাকি এই আবেশেই–
নয়ত ভাল থাকার ভান করি–
ঝাপিয়ে পড়ি কল্পিত বুকে–
তুমি দ্বন্দ্বের আকাশে ঘনিয়ে আসা মেঘে
বৃষ্টি ভিজবে বলে দূরে থাকো এ ডানা ভাঙা আহত পাখির থেকে–
পাখি তবু সে চক্ষু বুজেই থাকে
ছেঁড়া সূর্য দেখবার আশায়–
হে বিবর্ণ পৃথিবী তুমি কি কখনো আসবে ফিরে সেই স্বরূপে??
তাবৎ দুনিয়ার লোক উৎফুল্ল হয়ে বলবে কি চমৎকার!!!
লেখাটি আমার প্রিয় মানুষদের জন্য উসর্গকৃত।

Add Comment

Click here to post a comment

ফেসবুক পেজ

আর্কাইভ

ক্যালেন্ডার

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930