তরঙ্গটুডে

দীঘি-শান্তর সিনেমার কারণে খুলছে ২০টি সিনেমা হল

হ্যালোডেস্ক।।  গত ২৫ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে চূড়ান্ত ছাড়পত্র পেয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’।

আগামী ২ এপ্রিল সারাদেশে মুক্তি পাবে এটি। শান্ত খান ও প্রার্থনা ফারদিন দীঘির এ ছবিটি নিয়ে সুখবর দিলেন এর পরিচালক ও প্রযোজক সেলিম খান।

জানালেন, সিনেমাটি মুক্তি উপলক্ষে বন্ধ থাকা ২০টি প্রেক্ষাগৃহ চালু হচ্ছে আবার। আর এখন পর্যন্ত বুকিং হয়েছে ৫৫টি হল।

সেলিম খান বলেন, ‘দেশে তো এখন চালু হলের সংখ্যা ৫০টির মতো। হল মালিকরা অপেক্ষায় আছেন ঈদের জন্য। তবে সুখবর হলো, জাতির জনককে নিয়ে তৈরি এ ছবির জন্য বন্ধ থাকা ২০টি প্রেক্ষাগৃহ চালু হয়েছে। সব মিলিয়ে আশা করছি, ৬০-৬৫টি হলে মুক্তি পাবে ছবিটি।’

সেলিম খান আরও জানান, বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি ছবিটি সারা দেশে দেখানোর পরিকল্পনা করেছিলেন তিনি। এতে অনেক হল মালিকই সাড়া দিয়েছেন।

এই প্রযোজক বলেন, ‘হাতের কাছে কাগজ না থাকায় চালু হওয়া সব হলের নাম এখন বলতে পারছি না। তবে মতলবের কাজলী, বাউফলের বৈশাখী, শ্রীমঙ্গলের ভিক্টরি, মুক্তাগাছার রুমা, হাসনাবাদের সন্ধ্যাসহ ২০টি হল আবারও চালু হচ্ছে।’

‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিটির উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন শামীম আহমেদ রনী। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান। বঙ্গবন্ধুর স্ত্রী রেনুর ভূমিকায় আছেন করেছেন প্রার্থনা ফারদিন দীঘি।

সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, জিয়াউল হাসান কিসলু, শিবা শানুসহ অনেকে।

আর্কাইভ

ক্যালেন্ডার

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031