কবিতা

অন্ধপ্রেম

সাময়িকী : শুক্র ও শনিবার

০৫ নভেম্বর ২০২১


-শুভ্রা নীলাঞ্জনা

তুমি কি চাও আমায়
যেমন করে চাই তোমায়
প্রতি জন্মে বারবার ?
কিছুই দাওনি আমায়
প্রেম , ভালোবাসা বা
আকর্ষন দুর্নিবার !
তবু মনের ভিতর
স্বপ্নের বীজ বুণি ,
বার বার আমি যেন
অন্ধ প্রেমেই ফিরি !

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031