তরঙ্গটুডে

ভালোবাসা দিবসে রিয়াজ রনি ও জিনাত জাহানের ‘টুকরো করে উড়িয়ে দে’

হ্যালোডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০২২


১লা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আবৃত্তিপ্রেমীদের জন্য প্রকাশিত হচ্ছে ভালোবাসা ও ভাষার ৫টি নির্বাচিত কবিতার যুগলবন্দী আবৃত্তির অনলাইন অ্যালবাম- ‘টুকরো করে উড়িয়ে দে’।

ফ্যাশন হাউজ কৃষ্ণকলি’র সৌজন্যে নির্মিত অ্যালবামটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রুতি নাটক ‘রবিবার’সহ ভারতীয় কবি সুবোধ সরকারের ‘দোয়াত আর কলম’, শ্রীজাত এর ‘এক বিকেলের কথা’ এবং বাংলাদেশ থেকে খাইরুল বাবুই এর ‘স্বপ্নকথা’ ও আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলামের ‘তবু ভুল তবুও ভালোবাসা’ শিরোনামের কবিতা স্থান পেয়েছে।
আবৃত্তি করেছেন বাংলাদেশ থেকে রিয়াজ রনি এবং আমেরিকা থেকে জিনাত জাহান। ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারী, ৫ দিনব্যাপী এই আয়োজন শুনতে পাওয়া যাবে ‘রেডিও রনি’ ও ‘জিনাত’স ক্লাউড’ নামের ইউটিউব ও ফেসবুক প্লাটফর্মে।

অ্যালবামটির গ্রন্থনা করেছেন জিনাত জাহান। আবহসংগীত ও ভিডিও নির্মাণ করেছেন রিয়াজ রনি। কারিগরি সহায় এবিসি ডিজিটাল।

আর্কাইভ

ক্যালেন্ডার

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031