হ্যালো প্রবাস

গানে গানে নিউইয়র্কে সুবীর নন্দীকে স্মরণ

হ্যালোডেস্ক:

প্রয়াত কণ্ঠশিল্পী সুবীর নন্দীকে গভীর শ্রদ্ধায় নিউইয়র্কে স্মরণ করা হলো তারই গাওয়া কালজয়ী কিছু সঙ্গীতের মধ্য দিয়ে। ‘পাহাড়ের কান্না দেখে’ ব্যানারে গতকাল রবিবার যুক্তরাষ্ট্র উদীচীর উদ্যোগে এ অনুষ্ঠান হয় জ্যাকসন হাইটসে উদীচী স্কুলে। উদীচীর জ্যেষ্ঠ সহ-সভাপতি সুব্রত চৌধুরী স্বাগত বক্তব্যের পর সুবীর নন্দীর জীবনী উপস্থাপন করেন সাবিনা হাই উর্বি। এরপরই উদীচীর নেতা জীবন বিশ্বাসের নেতৃত্বে উদ্বোধনী সঙ্গীতে অংশ নেন উদীচীর শিল্পীরা। সুবীর নন্দীর জনপ্রিয় গানগুলোর বেশকটি পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, ড. তনিমা হাদী, তানভীর শাহীন প্রমুখ। এ সময় যন্ত্রে ছিলেন তপন মোদক, সজীব মোদক, দীপ্ত রায়, মাসুদ, শহীদউদ্দিন।

সুবীরের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণী বক্তব্য রাখেন কণ্ঠযোদ্ধা রখীন্দ্রনাথ রায়, শিল্পী মোতলিব বিশ্বাস, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলাবাদক তপন মোদক, প্রবাসে বাঙালি সংস্কৃতির অন্যতম পৃষ্ঠপোষক মো. আনোয়ার হোসেন প্রমুখ। বক্তারা বলেন, যতদিন বাঙালিরা স্বাধীন সত্তা নিয়ে বেঁচে থাকবেন, ততদিনই সুবীরের গানগুলো টিকে থাকবে।

উল্লেখ্য, মৃত্যুর কয়েক সপ্তাহ আগে নিউইয়র্কে সুবীর নন্দীকে প্রবাসীদের পক্ষ থেকে ‘নাগরিক’ সংবর্ধনা প্রদান করা হয়। সেই অনুষ্ঠানে বক্তব্যকালে অসুস্থ সুবীর নন্দী সকলের দোয়া চেয়েছিলেন। সে সময়েও গানে গানে আপ্লুত করেছিলেন প্রবাসীদেরকে। এরপর দেশে ফিরে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন জননন্দিত এই শিল্পী।

সূত্র: বিডি প্রতিদিন

আর্কাইভ

ক্যালেন্ডার

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031