তরঙ্গটুডে

প্রভাস-দীপিকার সঙ্গে এবার যুক্ত হলেন অমিতাভ

প্রভাস, অমিতাভ ও দীপিকা

বলিউড

হ্যালোডেস্ক

আগেই ঘোষণা এসেছিল, নাগ অশ্বিনের আগামী ছবিতে প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে হাজির হবেন দক্ষিণি সুপারস্টার প্রভাস ও বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন।

এবার জানা গেল, চমকের এখানেই শেষ নয়। বিগ বাজেটের এই ছবিতে থাকছেন বিগ বি অমিতাভ বচ্চনও।

(৯ অক্টোবর) প্রযোজনা প্রতিষ্ঠান বৈজয়ন্তি মুভিজের তরফ থেকে জানানো হয়েছে এই সংবাদটি। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন বলিউড শাহেনশাহ। একটি ভিডিও প্রকাশ করে এই কিংবদন্তিকে স্বাগতও জানানো হয়েছে।

পাশাপাশি ছবিটির নির্মাতা নাগ অশ্বিনও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘নিজেকে ভাগ্যবান ও আশীর্বাদধন্য মনে করছি যে বচ্চন স্যার আমাদের এই ছবিকে বেছে নিয়েছেন। আমি যতদূর জানি, উনার কাছে আরও অনেক ছবির প্রস্তাব ছিল। কিন্তু তিনি আমাদের বেছে নিয়েছেন। পূর্ণদৈর্ঘ্যের এই চরিত্রটি আশা করছি তার অসামান্য প্রতিভার কদর করতে পারবে।’

কল্পভিত্তিক এ ছবিটির বাজেট প্রায় ৪০০ কোটি টাকা। দীপিকা এর জন্য ২২ কোটি টাকা (বাংলাদেশি মুদ্রায়) পারিশ্রমিক নেবেন। আর শোনা যাচ্ছে, প্রভাস নাকি বাংলাদেশের মুদ্রায় ৫৬ কোটি টাকা নিচ্ছেন।

ছবিটির সম্পূর্ণ কাস্ট এখনও ঘোষণা করা হয়নি। জানানো হয়নি এর নামও। তবে নির্মাতাদের আভাস অনুযায়ী, এতে যুক্ত হবেন দেশের বড় বড় সব সুপারস্টার।

অন্যদিকে এই সিনেমার মাধ্যমেই তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে চলেছেন দীপিকা। ইনস্টাগ্রামে সে কথা জানিয়ে দীপিকাও উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। লিখেছিলেন, ‘খুবই উচ্ছ্বসিত লাগছে। একটা অসাধারণ জার্নির জন্য অপেক্ষা করতে পারছি না আর।’

জানা যায়, ছবিটি তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় মুক্তি পাবে।

সূত্র: আইএএনএস

 

আর্কাইভ

ক্যালেন্ডার

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031