কবিতা

বদল

সাময়িকী : শুক্র ও শনিবার

-অজিত গাইন

তুমিও নও ধোয়া তুলসী পাতা
দল বদলে মহান হওয়ার ফিকির
খোলস ছেড়ে নিপাট জননেতা
দিনের বাদুড় রাতে চামচিকি ।

রঙের ভিড়ে রঙিন স্বপ্নে বিভোর
জনগনও আচ্ছা বোকা ……….
আজ যে সাধু, কালকে ছিল চোর
তার জয়গান মুখেই সর্বদা ।

তুচ্ছ নীতি, উচ্চ রাজনীতি
লাভের আশায় জমছে অসৎ সুদ
পরস্পরকে গুঁড়িয়ে দেওয়ার রীতি
ঠকছি আমরা রোজই, নেশায় বুঁদ ।।

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031