তরঙ্গটুডে

ববিতা, আলী যাকের ও সাবিনা ইয়াসমীনকে কালের কণ্ঠর সম্মাননা

হ্যালোডেস্ক

একই মঞ্চে সম্মানিত হচ্ছেন সংস্কৃতির তিন কিংবদন্তি- ববিতা, আলী যাকের ও সাবিনা ইয়াসমীন।

চলচ্চিত্র, নাটক ও সংগীতে নিজ নিজ অবদানের জন্য এই স্বীকৃতি পাচ্ছেন তারা। এটি প্রদান করছে দেশের অন্যতম জাতীয় দৈনিক কালের কণ্ঠ।

১০ জানুয়ারি পত্রিকাটির দশম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বসুন্ধরা কনভেনশন সেন্টারের রাজদর্শন (হল-৩)-এ দিনভর জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিন বিকাল ৩টায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পক্ষ থেকে এই তিনজন ছাড়াও বিভিন্ন অঙ্গনের মোট ২৫ জন গুণী ব্যক্তিকে জানানো হবে সম্মাননা। বিষয়টি নিশ্চিত করেন পত্রিকাটির সম্পাদক ইমদাদুল হক মিলন।

তিনি আরও জানান, ১০ জানুয়ারি সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ অনেকেই।

অনুষ্ঠানে সম্মাননা পাওয়া গুণীজনদের উত্তরীয় পরিয়ে ক্রেস্ট ও পুরস্কারের অর্থমূল্য তুলে দেওয়া হবে।

আর্কাইভ

ক্যালেন্ডার

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031