তরঙ্গটুডে

‘রাত জাগা ফুল’ ফুটবে যেসব প্রেক্ষাগৃহে

হ্যালোডেস্ক

৩১ ডিসেম্বর ২০২১


বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে বছরের শেষ চলচ্চিত্র ‘রাত জাগা ফুল’। এর মাধ্যমেই চিত্রপরিচালক হিসেবে বড় পর্দায় অভিষেক ঘটছে অভিনেতা মীর সাব্বিরের।

তিনি জানান,  এদিন সারাদেশের ২৮ প্রেক্ষাগৃহে একযোগে ফুটবে তার ‘রাত জাগা ফুল’।

মীর সাব্বির বলেন, ‘এটি মা, মাটি ও মানুষের সিনেমা। এর গল্পে দর্শক সব ধরনের উপাদান পাবেন। দর্শক সিনেমাটি দেখে উপভোগ করবেন বলে আমার বিশ্বাস। সবাইকে প্রেক্ষাগৃহে আসার অনুরোধ করছি।’

২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানের এ ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মীর সাব্বির নিজেই।

এর সহকারী প্রযোজক হিসেবে আছে ফুলঝুড়ি মিডিয়া লিমিটেড। এতে মীর সাব্বির ছাড়াও অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, ডা. এজাজুল ইসলাম, নাজনীন চুমকী, জয়রাজ, জান্নাতুল ফেরদৌস ঐশী, অপু, আবু হোরায়রা তানভীর প্রমুখ।

ঢাকার ভেতরে ‘রাত জাগা ফুল’ মুক্তি পাবে- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা শপিং মল, সীমান্ত সম্ভার ও সনি স্কয়ার), ব্লকবাস্টার, শ্যামলী, মধুমিতা, আনন্দ, চিত্রামহল, গীত, নিউ গুলশান ও সেনা সিনেমায়।

ঢাকার বাইরে মুক্তি পাবে- সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), সুগন্ধা (চট্টগ্রাম), বর্ষা (গাজীপুর), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), নিউমেট্রো (নারায়ণগঞ্জ), মনিহার (যশোর), চাঁদমহল (কাঁচপুর), সেনা অডিটোরিয়াম (সাভার), চন্দ্রিমা সিনেমা (জয়দেবপুর), চিত্রালী সিনেমা (খুলনা), শঙ্খ (খুলনা), শাপলা (রংপুর), রূপকথা (পাবনা), নন্দিতা (সিলেট), বনলতা (ফরিদপুর), রাজ (কুলিয়ার চর) ও পূরবী (ময়মনসিংহ)।

আর্কাইভ

ক্যালেন্ডার

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031