কবিতা

অখণ্ড অবসর

সাময়িকী: শুক্র ও শনিবার

– শিরিনা বিথী

আমাদের যান্ত্রিক জীবনে
খুব খুঁজে ফিরেছি একখন্ড অখণ্ড অবসর।
ভেবেছি এই জটিল জীবনে
অবকাশ যাপন একেবারেই দুঃসাধ্য।
অনেক ক্লান্ত শরীরটাকে ছোঁয়াতে পারিনি
বেডরুমের পরিপাটি নরম বিছানায়।
প্রিয় বাড়ির প্রিয় ঘরটি অনেক হাতছানি দিয়েছে।
বোঝাতে চেয়েছে অনেক তো হলো
এবার একটু নিজের জন্যে বাঁচো।
কে শোনে কার কথা-
ঐ যে কথায় আছে না
‘চোরা না শোনে ধর্মের কাহিনী’
প্রকৃতির নিয়ম সত্যিই বড় নির্মম।

আজ আমরা সবাই মরিয়া হয়ে খুঁজে ফিরছি প্রিয় বাড়িটিকে।
কিভাবে নিজেকে ঘরবন্দী করে বাঁচতে পারবো সেই আশায়।
কি অদ্ভুত চরিত্রের অধিকারী আমরা!
দেয়ালে পিঠটি না ঠেকলে আসলে কেও নিয়মের
কঠিন বাঁধনে জড়াতে চাই না।

আমাদের বোধের উদয় হয় তখনই,
যখন ভয়াবহতা হয় তীব্র।
আমরা সৃষ্টির সেরা জীব
সেটাই কেন যেন মাঝেমধ্যে ভুলে যাই।
আজ সময় এসেছে চূড়ান্ত পরিণতি দেখবার।
একটু সচেতনতায় পারবে নিজেকে বাঁচাতে।
তাই বুঝি এই ছোটাছুটির উন্মাদনা।

ফেসবুক পেজ

আর্কাইভ

ক্যালেন্ডার

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031