অনু গল্প

অচেনা সময়ের স্বপ্ন বুনে চলে…

সাময়িকী: শুক্র ও শনিবার

 

–নাসরিন আক্তার

আজকের গল্প একালের রূপকথা। এক শহরে বাস করতো এক টোনা আর এক টুনি।
ওরা জিম ও ডেলার গল্পে সিদ্ধ ছিলো, একদিন সেই টোনাটুনির ইচ্ছে হলো রিক্সা করে ঘুরবে, তাই তারা রিক্সায় উঠে বসলো, তারপর শুরু হলো টুকুর টুকুর গল্প।
টোনা মিস্টি করে হাসে আর বলে- হ্যারে, আমাকে দেখলেই তোর এত গল্প কোথা থেকে আসে রে!
টুনিও হাসে! চোখ দুটো সুদূরে মেলে ধরে। যেনো কতদূর থেকে ভেসে আসে ওর কণ্ঠস্বর।
-বলতো, আমি তোর কে!?
-তুই আমার, লাল টুকটুকে ঠোঁট ওয়ালা ছোট্ট টুনটুনি।
আর আমি হোলা–আ—ম—
তখনি মেয়েটি টুক করে মুখ থেকে কথা কেড়ে নেয়।
-তুই আমার দক্ষিনের জানালা। রাত জাগা আকাশ। আমার আয়না। তুই আমার আমি।

Add Comment

Click here to post a comment

ফেসবুক পেজ

আর্কাইভ

ক্যালেন্ডার

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031