কবিতা

অপেক্ষা

২০২০- নিউ ইয়ার স্পেশাল

-অসীম চক্রবর্তী

ভেবেছিলাম প্রাণ ভরে কবিতা লিখব,
‘ওকে শোনাব বলে’-
নদীকে বলব-
সে যেন পথ দেখায়—
সাগরকে বলব ঢেউ তোলো আমার মনে,
আমি কবিতা লিখব-
‘ওকে শোনাব বলে’-
ঝর্ণাকে বলব সে যেন সুর তোলে
আমার কবিতায়–
সূর্য্যকে বলব, মুঠো মুঠো রোদ দাও
আমি প্রাণ ভরে কবিতা লিখব-
‘ওকে শোনাব বলে’—
সমাজকে বলব
তোমরা বাঁধা দিওনা,
ও অপেক্ষা করে আছে
আমার কবিতা শুনবে বলে–
পাহাড়কে বলব
কোথায় তোমার প্রতিধ্বনি?
ছড়িয়ে দাও আকাশে-
ও শুনুক আমার কবিতা
ছড়িয়ে দাও বাতাসে—
ও শুনুক আমার কবিতা-
আমার কবিতা শুনবে বলে
‘ও যে অপেক্ষা করেছিল’-

ফেসবুক পেজ

আর্কাইভ

ক্যালেন্ডার

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30