তরঙ্গটুডে

আজও কোনো মেয়ের  বিয়ের প্রস্তাব পাইনি: সালমান খান

বলিউড

হ্যালোডেস্ক: ভারতের সবচেয়ে আকাঙ্ক্ষিত ব্যাচেলর সালমান খান। বয়স ৫৩। আর বোধ হয় বিয়ে করবেন না এই সুপারস্টার! এরই মধ্যে সালমানের অনেক ভক্ত হতাশায় নিমজ্জিত হয়েছেন। তবে অনেকে এখনো অপেক্ষায় রয়েছেন, কবে সালমান তাঁর বিয়ের দিন-তারিখ ঘোষণা দেবেন। আর সালমানও সেই আশা জিইয়ে রেখেছেন।

কবে বিয়ে করছেন? বলিউড ভাইজানের কাছে উত্থাপিত মিলিয়ন ডলারের প্রশ্ন এটি। ভারতের বিনোদন সংবাদমাধ্যম ফিল্মফেয়ারকে দেয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে এ মহাতারকা বলেছেন,  কোনো মেয়ে তাঁকে এখনও বিয়ের প্রস্তাবই দেয়নি!

মজার ব্যাপার হলো, আলি আব্বাস জাফর পরিচালিত সাম্প্রতিক সিনেমায় সালমানকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। যা হোক, বাস্তব জীবনে আজও তেমনটা ঘটল না বলিউড ভাইজানের।

বিয়ে প্রসঙ্গে সালমান বললেন, ‘না, বোধহয় সেটা কখনোই আর হবে না। কারণ, আমি মোমের আলোয় ডিনারে অপারগ। কী খাচ্ছি, মোমের আলোয় দেখতে পাই না। কিন্তু খারাপ লাগে এই ভেবে যে,  কেউ আমাকে বিয়ের প্রস্তাবই দিল না।’

সালমানের সর্বশেষ সিনেমা ‘ভারত’ বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে। আলি আব্বাস জাফর পরিচালিত এ ছবি ভারতের বক্স অফিসে অতিক্রম করেছে ২০০ কোটি রুপির মাইলফলক। সেই সাফল্যে ফুরফুরে মেজাজে আছেন সালমান। ইদানীং সোশ্যালে বেশ সক্রিয় তিনি।

সালমান এখন তার ভাই আরবাজ খান প্রযোজিত ‘দাবাং থ্রি’ নিয়ে ব্যস্ত। প্রভুদেবা পরিচালিত এ ছবিতে আরো রয়েছেন সোনাক্ষি সিনহা, সোনু সুদ ও প্রমোদ খান্না। চলতি বছরের ২০ ডিসেম্বর বড়পর্দায় উঠবে ছবিটি। এ ছাড়া সঞ্জয় লীলা বানসালির ‘ইনশাআল্লাহ’ সিনেমায় দেখা যাবে তাঁকে। এতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন আলিয়া ভাট।

ফেসবুক পেজ

আর্কাইভ

ক্যালেন্ডার

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30