সাময়িকী: শুক্র ও শনিবার
-মোহাম্মদ আদনান
হোক না বৃষ্টি এই ঘোর সন্ধ্যা বেলায়;
ভেসে যাক এই চাঁদনী রাত মেঘের ভেলায়।
মিলিয়ে যাক ঝিঁ ঝিঁ পোকার শব্দ জুম বৃষ্টিতে;
খালি পায়ে হাঁটতে ইচ্ছে হোক ভেজা রাস্তাতে।
হারিয়ে যাক ব্যস্ততার শব্দ নিস্তব্ধতায়;
মুছে যাক ক্লান্তি সব বৃষ্টি ধারায়।
হোকনা আজ কোনো গল্প শুরু নতুন কোনো রুপে;
হয়তো তোমারি সাজে নয়তো,
আমারি মেলানো কোনো ছন্দে।
মিলিয়ে যাক আজ মনের সব জমানো অভিমান;
কড়া নাড়ুক হৃদয়ঘরে নতুনরুপে ভালোবাসার।
এভাবেই কেটে যাক আজকের সন্ধ্যে বেলা,
তুলে রেখো হৃদয় মাঝে এই প্রাণবন্ত ভালোলাগা;
ভালোবাসার তরে রেখো হাত দুটো জড়িয়ে;
থেকো মায়াবতী হয়ে হৃদয় কোঠরে।
Add Comment