তরঙ্গটুডে

আজ রাত ৯টায় মুখোমুখি বসছেন তাহসান-মিথিলা!

তাহসান-মিথিলা

তাহসান-মিথিলা সমাচার

হ্যালোডেস্ক।।  অবশেষে উন্মোচন হলো তাহসান-মিথিলার ‘স্যাটারডে সারপ্রাইজ’ রহস্য। সত্যি সত্যি সবাইকে বিস্মিত করে শনিবার (১৫ মে) রাত ঠিক ৯টায় তারা ফের বসবেন মুখোমুখি। করবেন জীবনের গল্প।

তাদের এই মুখোমুখি বসার ঘটনাটি সরাসরি সম্প্রচার হবে ফেসবুকের মাধ্যমে। দেখা যাবে ই-কমার্স সাইট ইভ্যালির ফেসবুক পেজ থেকে।

‘শনিবার রাত ঠিক ৯টায় উনারা দুজন সরাসরি হাজির হবেন ফেসবুক লাইভে। সঞ্চালনা করবেন স্ট্যান্ডআপ কমেডিয়ান নাভেদ। তাই নয়, তাহসানের পর এবার সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে ইভ্যালির দ্বিতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাফিয়াথ রশিদ মিথিলাকে।’

কিন্তু সংসার জীবন বিচ্ছেদের লম্বা বিরতির পর নতুনকরে দু’জনে মুখোমুখি বসে কী আলাপ করবেন? নাকি ইভ্যালির নতুন অফার বা পণ্য বিপণনের কথা বলবেন ক্রেতাদের সঙ্গে!

ইভ্যালির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) আরিফ আর হোসেন বলেন, ‘একদমই তেমন কিছু না। উনারা দু’জনে শোতে অংশ নেবেন সেলিব্রিটি হিসেবে। সঞ্চালকের সূত্র ধরে ঈদ, আগামীর পরিকল্পনা, জীবনের নেতিবাচক আর ইতিবাচক অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন। এটা একেবারেই এক্সক্লুসিভ একটি সেলিব্রিটি শো।’

আরও জানান, এখন থেকে তাহসান-মিথিলা দু’জনই ইভ্যালির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে সামনের দিনগুলোতে কাজ করে যাবেন।

এর আগে বুধবার (১২ মে) দিবাগত মধ্যরাতে অন্তর্জালে অভিনব এক রহস্যের জাল ছড়িয়ে দিলেন প্রাক্তন দম্পতি তাহসান ও মিথিলা।

তাহসান তার ফেসবুক পেইজে লিখে দিলেন- This Saturday night I have a surprise for you। ঈদ সামনে রেখে এমন পোস্ট তাহসান দিতেই পারেন। এমনকি তার একমাত্র কন্যা আইরাকে সারপ্রাইজ দিতেও এমনটা হতে পারে। কিন্তু জলটা ঘোলা হলো ঠিক এক ঘণ্টার মাথায় মিথিলার পাল্টা পোস্টে। তিনি তার ভেরিফায়েড পেইজে লিখে দিলেন- Really !!!??……..Waiting for the surprise।

মূলত এর পর থেকেই নেটিজেনদের মধ্যে রহস্য দানা বাধলো। উঠলো নানাবিধ প্রশ্ন। যে প্রশ্নের চাপে অনেকে মিথিলা-সৃজিতের চলমান সুসম্পর্কটাকেও প্রশ্নবিদ্ধ করলো। বিপরীতে আশায় বুক বাঁধলো অনেকেই- আবার বুঝি দু’জনে এক হতে চললো- আসছে শনিবারেই সেই মাহেন্দ্রক্ষণ!

তবে রহস্যের পেছনে যাই থাকুক, দু’জনার পোস্টের অধিকাংশ মন্তব্যেই শুভেচ্ছায় সিক্ত হলেন দু’জনে। এরমধ্যে রহমান হাবিব নামের একজনের মন্তব্য ছিলো এমন- The best dramatic & amazing divorced couple i’ve ever seen… Tahsan & Mithila।

২০১৯ সালের ডিসেম্বরে ভারতের নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া বাঁধেন ঢাকার গায়িকা-অভিনেত্রী মিথিলা। শেষ খবর পাওয়া পর্যন্ত দু’জনে ভালোই আছেন- দুই বাংলায়।

বিপরীতে মিথিলার সাথে ডিভোর্সের পর থেকে তাহসান এখনও সিঙ্গেলই আছেন।

ফেসবুক পেজ

আর্কাইভ

ক্যালেন্ডার

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031