সাময়িকী: শুক্র ও শনিবার
-নাসরিন খান পাঠান
সব বুঝে গেলে অথবা সব বোঝা হয়ে গেলে
জীবন পাথরের চেয়েও ভারী হয়ে ওঠে
কিছু কথা অবোধ্য থাকাই শ্রেয়
আমি চাই ফাগুনের শিমুলতুলোর ন্যায়
চৈত্রদুপুরে হাওয়ায় হাওয়ায় উড়তে
শৈশব কুড়িয়ে দৌড়তে!
পরিধেয় অনেককিছুই ব্যবহৃত হয় না
অযত্নে মলিন হয় সোনার আংটিও!
খোদাইকৃত কত নাম ঢেকে যায় সময়ের ধুলোবালিতে
কত ধাম ধসে হায়
ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের মতো
কত কথা মমি হয় মনের মিনারে!
সব খুঁজে ফিরলে
কোনও কিছুই পাওয়া হয় না
শূন্য রয় হাত দুটো
আমি চাই তালাশ টিমের মতো কেবল নিজেকেই খুঁজতে
আয়নার সামনে আয়না দাঁড় করাতে!
Add Comment