ছড়া

ইচ্ছে করে

সাময়িকী: শুক্র ও শনিবার

-জহির আহমেদ

ইচ্ছে করে বিলের ধারে
একলা বসে
পানকৌড়ির খেলা দেখি ,
ইচ্ছে করে আম বাগানে
সাঁঝের বেলা
জোনাক পোকার নাচন দেখি ,
ইচ্ছে করে পারসিউসের
ঘোড়ায় চড়ে
আকাশ গঙ্গা ঘুরে আসি ,
ইচ্ছে করে গভীর রাতে
মাঠে বসে
জ্যোৎস্নার আলো গায়ে মাখি ,
ইচ্ছে করে মায়ের কোলে
মাথা রেখে
ছেলেবেলার গল্প শুনি ,

হায়রে আমার ইচ্ছে গুলো
ঈচ্ছে শুধুই
পূরণ হবার নয় জানি ।

Add Comment

Click here to post a comment

ফেসবুক পেজ

আর্কাইভ

ক্যালেন্ডার

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031