কবিতা

একলা শহর

সাময়িকী: শুক্র ও শনিবার

-প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

দেখো তুমি ছাড়া
কাটছে প্রহর
একলা শহর
চুপ কিরকম!

দেখো তুমি ছাড়া
অনেকটা দূর
ফিকে রোদ্দুর
ভরছে জখম

জানো তুমি ছাড়া
একলা থাকা
বোকা বোকা
নিজেকে লাগছে খুব

জানো তুমি ছাড়া
শূন্য ঘরে
দারুণ জ্বরে
তোমাতে দিচ্ছি ডুব

এখনো সব কথাতে
জড়িয়ে তোমার সাথে
আবশের ছোঁয়াচ মেখে
বলছি খোদার কসম

তুমি ছাড়া একলা শহর
চুপ কিরকম

তুমি ছাড়া বিকেলগুলোর
বড্ড তাড়া
তুমি ছাড়া সন্ধ্যাগুলো
ছন্নছাড়া

তুমি ছাড়া বাতাস গুমোট
চাইছে খবর
তুমি ছাড়া জানালার কাঁচ
রাখছে নজর

এখনো তোমার নামে
যেখানে সময় থামে
পুরোনো কথার ভিড়ে
খুঁজেছি উপশম

তুমি ছাড়া একলা শহর
চুপ কিরকম

তুমি এলে আকাশ থেকে
নামবে মেঘ
তুমি এলে গলবে রাগ
অন্ধ আবেগ

তুমি এলে বৃষ্টি হবে
সবকিছু ঠিক
তুমি এলে ভিজবো তবে
মর্জি মাফিক

যেভাবে স্মৃতির আঁচে
ফুলেরা জমিয়ে বাঁচে
হৃদয়ের সাঁকোর পরে
মৌসম তেমনই নরম

তুমি ছাড়া একলা শহর
চুপ কিরকম

 

Add Comment

Click here to post a comment

ফেসবুক পেজ

আর্কাইভ

ক্যালেন্ডার

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30