কবিতা

করোনা উপদ্রুত মৃত্যু উপত্যকা

সাময়িকী: শুক্র ও শনিবার

-নূ রু ল হ ক

মৃত মাছের চোখের মতো
আমি এখন স্তব্ধ
জাগতিক কোন আনন্দে আমার
উল্লাসের পাতাগুলো নড়ে ওঠে না
আমি এখন অচেনা কোন করোনা উপদ্রুত
মৃত্যু উপত্যকায় গড়াগড়ি খাচ্ছি
আমার পদযুগল স্থানু আর
স্থবির পাহাড়ের মতো ভারাক্রান্ত
আমার আত্মার গভীরে
কারা যেন অন্ধকারের বিবর্ণ ধুলি
ছিটিয়ে দিয়েছে অবলীলায়
আমি এখন প্রায়ান্ধ মানুষের মতো
বিকারগ্রস্ত
একটু আগেও আমি দেখেছি
নগরের নৈশ প্রহরীরা
বিশেষ পোশাকে সজ্জিত হয়ে
অজস্র শবদেহ বহন করে নিয়ে যাচ্ছে
ফাসীতে ঝুলানোর জন্য
কোন এক বধ্যভূমিতে
মরা মানুষকে ফাসিঁতে ঝোলানোর সংবাদ
আমি এই প্রথম শুনলাম

Add Comment

Click here to post a comment

ফেসবুক পেজ

আর্কাইভ

ক্যালেন্ডার

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031