কবিতা

কলমের নিচে এ কি ধান্ধা

সাময়িকী : শুক্র ও শনিবার

-আবু জাফর দিলু


কলমের নিচে এ কি ধান্ধা, জঞ্জাল বসতি !
বেঢপ শব্দের অন্ধ অগোছালো ছড়াছড়ি,
যেন স্রোতস্বিনী জলের নাব্যতা কেবলি হারায় ;
দায়সারা গোছের বিস্তার শুধু খায় গড়াগড়ি ।

পা, মাথা, শরীর নিস্তরঙ্গ হিমাঙ্কে যার উত্থান,
ধারাবাহিকতা উড়ন্ত ধুলোর মতো ধেয়ে যায়,
সমস্ত পথে ছড়ানো ছিটানো শুধু নুড়ী পাথর ;
বোধের দুয়ার যেন রুদ্ধতায় মান্ধাতা-শকটে ধায় !

চলমান পথে কেউ কি তাকিয়ে দেখে কে কোথায়
রয়েছি দাঁড়িয়ে ? অন্তর্লীন হৃদয়ে বেঁধেছে বাসা,
আকাশের দিকে মুখ উঁচিয়ে কেবলি খোঁজে মাটি,
ঘাস, যেখানে শুধুই প্রতীক্ষা ঝরে পড়া সর্বনাশা !

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031