কবিতা

খবর

সাময়িকী: শুক্র ও শনিবার

-রেহান কৌশিক, কলকাতা

মাঝ-রাত্রির অরণ্য থেকে হরিণেরা ডাকে?
শিমুলের বীজে এখনো কি কেউ
সমর্পণের ঋতু-সংগীত ভাসায় বাতাসে?

চুল এলো করে দশমীর চাঁদ
এখনো দাঁড়ায়
উঠোনে শায়িত বিষাদের পাশে?

জানিয়ো, জানিয়ো—
সব ঋতুগান, আর্য এবং অনার্য যত
কথা ও কাহিনি—চিঠিতে জানিয়ো।

এখানের সেই সব-মাটিজল, মানুষের মুখ
আমাদের ভাষা, ভাসানের রীতি—
একই থেকে গেছে, আগেকার মতো!

এমনকী জানো,
সেই নদীখানি সেরকমই আছে— শৃঙ্গার-প্রিয়!

Add Comment

Click here to post a comment

ফেসবুক পেজ

আর্কাইভ

ক্যালেন্ডার

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031