কবিতা

“চরকি গোলক”

সাময়িকী : শুক্র ও শনিবার

-স্বপন রেজা

শুভ অপরাহ্ন!
কবি-
একবার আমাকে এসে দেখে যাও, ভালো লাগবে
তোমার। বেশ ভাল লাগবে।

দুপুরটা যেন তীব্র কেঁপে উঠল।
বুকটা যেন মোচড় দিয়ে উঠল।

মানে
কী –

সময় ঘনিয়ে
এসেছে।
সময় ফুরিয়ে যাচ্ছে। হাওয়া বদলের দিন উড়ছে। সারসের ঠোঁটে ভিনগ্রহের পেঁজাতুলা ওম উড়ছে।
তার
আভাস কিনা-

মানুষ মরার
আগে
কিছু একটা বুঝতে পারে। শুনেছি- বুঝতে পারে।
বুঝতে না পারার মধ্যে থমকে যায় আমি। থমকে
যায়
দুপুরবেলা।

সে রকম কিছু একটা-
চরকি
গোলক।

Add Comment

Click here to post a comment

ফেসবুক পেজ

আর্কাইভ

ক্যালেন্ডার

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30