কবিতা

চাইনা গণহত্যা

সাময়িকী : শুক্র ও শনিবার

-রূপশ্রী চক্রবর্তী

গতরাতে হরেক রকম
গল্প শোনার আশে,
শুয়েছিলাম যখন আমি
আমার দাদুর পাশে।

মজার মজার কথা দিয়ে
গল্প হল শুরু,
হরেক রকম গল্পে ছিল
ফুল পাখি আর তরু।

গল্প শুনে শুনে আমি
ঘুমিয়ে গেলাম সুখে,
নানান রঙ এর স্বপ্নতরী
ভাসছিলো দুই চোখে।

হঠাৎ ঘুম ভেঙে গেল
দাদুর কান্না শুনে,
কী হয়েছে আমার দাদুর
ভাবনা এলো মনে।

দাদু, দাদু, কি হয়েছে
কি হয়েছে বলো?
ঝরছে কেন কান্না তোমার
চোখটা ছলছলো।

দাদু তখন বললে আমায়,
৭১ এর কথা,
২৫শে মার্চ রাত্রে গুলি
ছুটলো যথা -তথা।

সেই সে রাতে শত্রুসেনা
ঢাকা শহর জুড়ে
নির্বিচারে করলো গুলি
মানুষ মারার তরে।

হারিয়ে গেলেন বাবা-মা আর
দাদুর ছোট্ট ভাই
ঘরে যখন ফিরলো দাদু
আপন তো কেউ নাই।

বঙ্গবন্ধুর ডাকে দাদু
মুক্তিসেনার বেশে
স্বাধীনতা নিয়ে ফেরেন
স্বাধীন বাংলাদেশে।

কালের রথে আমার দাদুর
শুভ্র হলো কেশ,
দাদু আমার খেলার সাথী
বেশ ! বেশ ! বেশ !

মার্চটা এলেই দাদু যেন
অন্যরকম কেউ
মনের মাঝে দোলে কি তার
উথাল দুখের ঢেউ?

গতকাল মধ্যরাতে
শুনে সকল কথা,
ভাবছি কেবল শান্তি চাই,
চাই না গণহত্যা।

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031