সাময়িকী: শুক্র ও শনিবার
-কামরুল হাসান
চার একে চার
যাস না ঘরের বার।
চার দুগুণে আট
বন্ধ দূরের পাট।
চার তিনে বারো
রোগ বাড়ছে আরো।
চার চারে ষোল
বন্ধ বাঁশি ঢোলও।
চার পাঁচে কুড়ি
ঘরে বসেই বুড়ি।
চার ছয়ে চব্বিশ
করোনায় এত বিষ?
চার সাতে আটাশ
মাথা একটু খাটাস।
চার আটে বত্রিশ
দ্রুত ঘরে ফিরিস।
চার নয়ে ছত্রিশ
জ্বরে কী করিস?
চার দশে চল্লিশ
করোনা ইবলিশ।
Add Comment