কবিতা

জানালায় চোখ রেখে

সাময়িকী : শুক্র ও শনিবার

-শুভ্রা নীলাঞ্জনা

আমি চলে যাবার পর ও
রেখে যাব কোন ধুসর স্মৃতি ,
চৈত্রের ঝড়া পাতার মত করে
তোমার অংগনে উড়ে যাব
নৈঃশব্দের মত করে !
কখনো মন খারাপ হলে
জানালায় চোখ রেখে দেখো
প্রিয় বেনসন ঠোঁটে পুরে
দূরে বহুদূরে হেঁটে যায়,
খুব চেনা কেউ অচেনা হয়ে
তখন আকাশে লুকাবে চাঁদ ,
পৃথিবী ঢেকে যাবে আঁধারে !
হয়ত তুমি চোখের জলে
মাতাল হবে অজানা নেশায় !
এ তুমি কেমন তুমি ভেবে
আকুল হবে নিজেকে না চেনায় !

Add Comment

Click here to post a comment

ফেসবুক পেজ

আর্কাইভ

ক্যালেন্ডার

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30