ছড়া

“নাম তার ডাবলু”

সাময়িকী: শুক্র ও শনিবার

-মাসুম হাসান খান

এ, বি, সি নয় –
নাম তার ডাবলু,
হাবাগোবা দেখালেও
নয় সে হাবলু,

লুঙ্গি – জামা পরে –
টোটো করে ছোটে,
ডাবলু খুশি কেবল
ছোট – বড় নোটে,

সারাদিনে আটখান –
খায় সে খিলিপান,
সিগারেটে দম দিয়ে
জম্পেশ মারে টান,

রসেভরা টসটস –
খোশদিল নিয়ে,
ঝিকঝাক এই হিরো
করে দুটো বিয়ে,

খায়দায় ডাবলু –
উড়াধুড়া হালচাল,
হাসে দাঁত ফোকলা
রাগলে বেসামাল!!

Add Comment

Click here to post a comment

ফেসবুক পেজ

আর্কাইভ

ক্যালেন্ডার

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031