কবিতা

পথশিশু

সাময়িকী: শুক্র ও শনিবার

-লেখক : লাইজু আক্তার

হাজার হাজার বছর হয়েছে পাড়ি,
পথে-ঘাটে কত ফুল ফুটেছে পাতেনি কেউ আড়ি।
তাইতো ভ্রমর তাদের কোমলতারে করেছে হরণ,
অনেকেই তাই সন্ত্রাসি আর খুনি নাম করেছে বরণ।
হারিয়ে গেছে ফোঁটার আনন্দ মধু হয়েছে যখন চুরি,
আরও দারিদ্র যখন ভেঙ্গে ফেলেছে তাদের ঘর-বাড়ি।
পথে পথে হেঁটেছে যখন পায়নি কভু আলো,
টাকার অহংকারে কেউ বাসেনি তাদেরে ভালো।
পরনে ছেড়া গেঞ্জি আর চটিবিহীন চরণে,
দ্বারে দ্বারে ঘোরে তারা একটু ক্ষুধা নিবারণে।
পায় না যখন বস্তু তারা নিবারণে ক্ষুধা
নিজেরে তারা সপে দেয় অন্ধকারে
হাতে নেয় তুলে ছুরি,কাঁচি আর দা।
শিক্ষার আলোতো দুরের কথা,
মনে তাদের শুধু ক্ষুধার ব্যথা।
সবাই করে তাদের অবহেলা,
এভাবেই তারা বঞ্চিত আর হারায় ছোট বেলা।
কেউ তো জানে না রাজপথে কত মুজিব রয়েছে পরে,
আমরা ইচ্ছা করলেই দিতে পারি তাদের শৈশবটা গড়ে।
এতে হয় তো হাজার মুজিব আসবে আবার ফিরে,
সন্ত্রাসি রবে দুরে আর শান্তি রবে নীড়ে।

ফেসবুক পেজ

আর্কাইভ

ক্যালেন্ডার

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30