কবিতা

পর মানুষ

সাময়িকী: শুক্র ও শনিবার

১৮ জুন ২০২২


-শাকিল রিয়াজ

আমার পাড়ায় বৃষ্টি হচ্ছে খুব
তোমার পাড়ায় রোদের ঝিলিমিলি
বন্দি ঘরে বসে আছি চুপ
তুমি করো তোমার গল্প বিলি ।

আমার পাড়ায় নৌকা নৌকা খেলা
আমার শরীরে একশো চারের জ্বর
তোমার শরীরে নিত্য নতুন সুখ
তোমার ঠোঁটে কত প্রেমিকের বর ।

আমার পাড়ায় ফুলগুলো গেছে ঝরে
ভাঙা ডালে ভেজা দাঁড়কাক
তোমার ডালে পরিযায়ী সব পাখি
কত নামে তোমার হাঁকডাক ।

আমার পাড়ায় বিষন্ন ভায়োলিন
তোমার পাড়ায় রিনিঝিনি নূপুর
যা ইচ্ছে তাই জীবন সাজাও তুমি
চুরি যায় কেবল আমার একার দুপুর ।

আমার মগজে তোমার নাম লেখা
তোমার মগজে শত রঙের ফানুস
তোমায় আমি ভালোবাসলেও জানি
তোমার কাছে আমি পর মানুষ ।

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031