কবিতা

পুড়ছে পৃথিবী, পুড়ছে অন্তর

সাময়িকী: শুক্র ও শনিবার

-মেরিনা সুলতানা

পৃথিবী পুড়ছে পাপের তাপে,
পুড়ছে মানব অন্তর।
মানুষ নিঃশেষ ভিতরে বাহিরে,
হয়েছে নিরব প্রান্তর।

সাদা আর কালোতে করেছো প্রভেদ
ঘটিয়েছো কত সাম্প্রদায়িক বিভেদ।
করেছো যত লুটপাট, খুন-রাহাজানি,
শতশত পাপকাজ আর শ্লীলতাহানি।

মেরেছো কত শিশু, নারী, যুব, বৃদ্ধ
বিধাতাকে করেছো কতই না ক্ষুব্ধ!

গিয়েছিল বলে, স্রষ্টার কাছে বলে দিবে সব কিছু
পারবে ফিরাতে? করেছো লাঞ্ছিত, যত নিষ্পাপ শিশু।

অসহায়, নিষ্পাপ ওরা যে, বিনা দোষে দিল প্রাণ
ওপারে থেকে, করছে এখন, চুলচেরা অভিযান।

কোথায় পাপিয়া,ক্যাসিনো সম্রাট,
কোথায় মাদ্রাসার সেই শিক্ষক?
নুসরাত আর তনুরা মরেনি,
মরে মনুষ্যত্ব, হয়েছো ধর্ষক।
চারদিকে আজ এত হাহাকার
অভিশপ্তদের করছে ধিক্কার!

হয়েছে কত জঘন্য নিধন, হয়েছে বিভক্ত জাত
মানতে না পেরে বিধাতা স্বয়ং, একাজে দিয়েছে হাত।

এত লুটেপুটেও যাদের, যায়না লালসার দৃষ্টি,
সব বিনাশ করেই হবে, এক নতুন ভুমির সৃষ্টি।

ফেসবুক পেজ

আর্কাইভ

ক্যালেন্ডার

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30