তরঙ্গটুডে

প্রশংসায় ভাসছে ‘সাপলুডু’

আরিফিন শুভ

হ্যালোডেস্ক

চলেছে ‘সাপলুডু’ চলচ্চিত্র। এক এক করে পর্দায় চরিত্র আসছে আর অন্যদিকে চলছে হর্ষধ্বনি! শতাব্দী ওয়াদুদ এসেছেন মাত্র ৫ মিনিটের জন্য, রুনা খান, হুমায়ুন সাধু, মারজুক রাসেল ও সজীবের উপস্থিতি ৩ তিন মিনিটেরও কম সময়ের জন্য।

তাতেই দর্শকদের মনে দাগ কেটে দিয়েছেন তারা। অন্যদিকে জাহিদ হাসান, আরিফিন শুভ, তারিক আনাম খান, সালাউদ্দিন লাভলুর দাপুটে অভিনয়। তাদের সংলাপ ও অভিনয়ে মুগ্ধ দর্শক। বিশেষ করে সিনেমা শেষে প্রায় সবার মুখেই আরিফিন শুভকে নিয়ে প্রশংসা। অথচ এই তারকা বললেন, তিনি তৃপ্ত নন!

প্রিমিয়ার শোতে মিম ও শুভ

(২৮ সেপ্টেম্বর) রাজধানীর যমুনা ফিউচার পার্কে ব্লকব্লাস্টার সিনেমাসে আয়োজন করা হয়েছিল ছবিটির প্রিমিয়ার শো।

সেখানে ছবি চলাকালে ও শেষে দর্শকের মুখে প্রশংসা পাওয়া গেলো। নিজের অভিনয় প্রসঙ্গে আরিফিন শুভ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘নিজের অভিনয় প্রসঙ্গে আমি হয়তো সুন্দর বাক্য বলতে পারবো না। কারণ, যতই দর্শক সমাদৃত হোক, নিজে নিজের খুঁতটা বের করার চেষ্টা করি। এর আগে বেশ কিছু ছবি আমার সমাদৃত হয়েছে। কিন্তু সমাদৃত হওয়া মানেই সেরা নয়। আমার বারবার মনে হতো, আর একটু ভালো করা হয়তো সম্ভব ছিল। ‘সাপলুডু’র ক্ষেত্রেও তা-ই মনে হয়েছে।’’

ছবি দেখতে আসা অভিনেত্রী শবনম ফারিয়া বলেন, ‘আমি এখানে এসেছি দর্শক হিসেবে। ছবিটি কি রাজনৈতিক থ্রিলার না অন্যকিছু এত জটিলভাবে ভাবতে আমি পারি না। দর্শক হিসেবে ছবির প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি। সত্যি বলতে, বিনোদিত হয়েছি। খুবই ভালো লাগছে এমন ছবি দেখে।’

‘সাপলুডু’-তে চরম ক্ষমতাধর রাজনীতিকের ভূমিকায় অভিনয় করেছেন তারিক আনাম খান। তিনি বলেন, ‘নিজেদের সম্পর্কে আর কী বলব। তবে অন্যদের উচ্ছ্বাস দেখে ভালো লাগছে।’

এদিন সন্ধ্যায় ‘সাপলুডু’ ছবির প্রিমিয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। ফিতা কেটে তিনি প্রিমিয়ার শো উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘‘বাংলা সিনেমার প্রতি আগ্রহ শুধু আমার নয়, আমার পূর্বপুরুষদেরও ছিল। বাংলাদেশে অনেক কালজয়ী চলচ্চিত্র নির্মিত হয়েছে। সেসব সুপারহিট ছবি ভারতেও রিমেক হয়েছে। এদেশে মাঝে কিছুটা সময় চলচ্চিত্রের জন্য খারাপ সময় গেছে। তবে ‘সাপলুডু’র মতো সিনেমার মাধ্যমে দর্শক আবারও হলমুখী হচ্ছে। এটা আনন্দের ব্যাপার।’’

অনুষ্ঠানে ফিতা কেটে প্রিমিয়ার শোয়ের উদ্বোধন করেন মন্ত্রী শ ম রেজাউল করিমবেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘সাপলুডু’র প্রিমিয়ারে ছবির অভিনয়শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান প্রমুখ।

এদিন ছবিটি দেখতে ও শুভেচ্ছা জানাতে এসেছিলেন খ্যাতিমান অভিনেতা আবুল হায়াত, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, নির্মাতা চয়নিকা চৌধুরী, নন্দিত অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ, বিপাশা হায়াত, অভিনয়শিল্পী জিয়াউল হাসান কিসলু, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, বাঁধন, শবনম ফারিয়া, নাবিলা, শার্লিন ফারজানা, সংগীতশিল্পী দিঠি আনোয়ার, নদী, শিশুশিল্পী রাইসাসহ অনেকে।

উপস্থিত ছিলেন ছবির পরিচালক গোলাম সোহরাব দোদুল ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা, ছবিটির প্রযোজক সৈয়দ আশিক রহমান।

তথ্য: বাংলাট্রিবিউন

ফেসবুক পেজ

আর্কাইভ

ক্যালেন্ডার

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30